EIIN- 106879

এক নজরে পরিচিতি

কলেজের EIIN :106879
কলেজের নাম :বাইশমারা মডেল একাডেমী
গ্রাম/বাড়ি/সড়ক :লাহাকান্দি, লক্ষীপুর সদর, লক্ষীপুর, বাংলাদেশ
ওয়ার্ড :০২
পোস্ট অফিস :লক্ষ্মীপুর
পুলিশ স্টেশন :লক্ষ্মীপুর
জেলা :লক্ষ্মীপুর
ফোন নাম্বার :০১৭৬৫১৪০৯০৭
বিদ্যালয়ের সিফট :এক সিফট
শ্রেনী কার্যক্রম :10:00 AM - 4.15 PM
মোট জমির পরিমান :৭৬ শতক
মোট শ্রেনীকক্ষের সংখ্যা :১৫ টি
আইসিটি ল্যাব সংখ্যা :নাই
পাঠাগার এর জন্য কক্ষ সংখ্যা :
সিমানা প্রাচীর আছে কিনা :আছে
ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন :১৫নং লাহাকান্দি
পোস্ট কোড :৩৭০০
উপজেলা :লক্ষ্মীপুর
বিভাগ :চট্রগ্রাম
E-Mailkalamazad2878@gmail.com
শিক্ষার্থির সংখ্যা :৪২৯ জন
প্রতিষ্ঠানের ধরন :১ সিফট
ভবন সংখ্যা :২ টি
মাল্টিমিডিয়া শ্রেনীকক্ষ :নাই
বিজ্ঞানাগার এর জন্য কক্ষ সংখ্যা :
অডিটোরিয়াম আছে কিনা :নেই
বিদ্যালয়ের ছবি

বাইশমারা মডেল একাডেমীর ইতিহাস

স্থাপিত: ১৯৯২ — ঠিকানা: লাহাকান্দি, লক্ষ্মীপুর সদর

বাইশমারা মডেল একাডেমী ১৯৯২ সালে একটি ছোট উদ্যোগ হিসাবে শুরু করে। প্রতিষ্ঠার প্রথমদিন থেকেই শিক্ষাদানের মান ও নৈতিক মূল্যবোধের ওপর জোর দেওয়া হয়েছে। বিদ্যালয়টি স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত বৃদ্ধি পেয়ে এক দশকের মধ্যে এটিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হয়।

শিক্ষকদের নেতৃত্বে পাঠ্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের সমন্বয়ে এখানে ছেলেমেয়ে উভয়ের সমান সুযোগ সৃষ্টি করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বনির্ভরতা ও সামাজিক দায়বদ্ধতা গঠনে বিভিন্ন ক্লাব ও কমিটি কার্যকরী ভূমিকা পালন করে।

বিদ্যালয়ের ভবিষ্যৎ লক্ষ্যে রয়েছে আধুনিক শিক্ষাকেন্দ্র গড়ে তোলা, এবং প্রযুক্তি ও সৃজনশীলতাকে শিক্ষা ব্যবস্থায় আরও দৃঢ়ভাবে অন্তর্ভুক্ত করা।

HOME